কিশোরগঞ্জে শীতার্তদের জন্য আশা’র কম্বল হস্তান্তর

কিশোরগঞ্জে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০টি উন্নতমানের কম্বল হস্তান্তর করেছে বিশে^র সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত আনুষ্ঠানিকভাবে এসব কম্বল গ্রহণ করেন। কম্বল হস্তান্তর করেন আশা কিশোরগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফজলুল হক মিন্টু। এ সময় আশা’র রিজিওনাল ম্যানেজার মো. মামুন আব্দুল গাইউম, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, ব্রাঞ্চ ম্যানেজার তাজউদ্দিন আহমেদ, মো. আমিনুল ইসলাম, মো. আব্দুল মজিদ, জাহানারা বেগম ও মো. ফারুক আহমেদ প্রমুখসহ আশা’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা’র বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের স্বত্ঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এছাড়া এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যও তিনি পরামর্শ দেন। প্রসঙ্গত, আশা’র নিজস্ব অর্থায়নে ২০২৫ সালে সারাদেশের দরিদ

কিশোরগঞ্জে শীতার্তদের জন্য আশা’র কম্বল হস্তান্তর

কিশোরগঞ্জে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০টি উন্নতমানের কম্বল হস্তান্তর করেছে বিশে^র সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত আনুষ্ঠানিকভাবে এসব কম্বল গ্রহণ করেন। কম্বল হস্তান্তর করেন আশা কিশোরগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফজলুল হক মিন্টু।

এ সময় আশা’র রিজিওনাল ম্যানেজার মো. মামুন আব্দুল গাইউম, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, ব্রাঞ্চ ম্যানেজার তাজউদ্দিন আহমেদ, মো. আমিনুল ইসলাম, মো. আব্দুল মজিদ, জাহানারা বেগম ও মো. ফারুক আহমেদ প্রমুখসহ আশা’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা’র বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের স্বত্ঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এছাড়া এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যও তিনি পরামর্শ দেন।

প্রসঙ্গত, আশা’র নিজস্ব অর্থায়নে ২০২৫ সালে সারাদেশের দরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার কম্বল বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow