কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" — ভূপেন হাজারিকার এই কালজয়ী গানের মাধ্যমে যে সহানুভূতি, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রশাসন ক্যাডারের মামুনুর রশিদ মাজু, ঢাকায় চাকরির পাশাপাশি নিজ এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি তাঁর মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।সম্প্রতি তিনি কিশোরগঞ্জ উপজেলার এতিম, অসহায়, দুস্থ ও খেটে খাওয়া ছয় শতাধিক মানুষকে উষ্ণতার ছোঁয়া দিয়েছেন। গত দুই সপ্তাহ আগে উত্তরের হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় শীতার্তদের মাঝে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের কৃতি সন্তান এবং প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের এই কর্মকর্তা তাঁর প্রতিনিধির মাধ্যমে ছয় শতাধিক কম্বল বিতরণ করেছেন। বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝেও তিনি শীতবস্ত্র বিতরণ করেন।কম্বল পেয়ে একাতার বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মাসুম হোসেন বলেন, "স্বল্পবস্ত্রে রাতযাপন করা শীতে খুবই কষ্টকর। এই কম্বলের উষ্ণতায় ভালোভাবে ঘুম পাড়তে পারব ইনশাআল্লাহ।" শীতবস্ত্র বিতরণের পাশাপ

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" — ভূপেন হাজারিকার এই কালজয়ী গানের মাধ্যমে যে সহানুভূতি, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রশাসন ক্যাডারের মামুনুর রশিদ মাজু, ঢাকায় চাকরির পাশাপাশি নিজ এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি তাঁর মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্প্রতি তিনি কিশোরগঞ্জ উপজেলার এতিম, অসহায়, দুস্থ ও খেটে খাওয়া ছয় শতাধিক মানুষকে উষ্ণতার ছোঁয়া দিয়েছেন। গত দুই সপ্তাহ আগে উত্তরের হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় শীতার্তদের মাঝে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের কৃতি সন্তান এবং প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের এই কর্মকর্তা তাঁর প্রতিনিধির মাধ্যমে ছয় শতাধিক কম্বল বিতরণ করেছেন। বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝেও তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

কম্বল পেয়ে একাতার বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মাসুম হোসেন বলেন, "স্বল্পবস্ত্রে রাতযাপন করা শীতে খুবই কষ্টকর। এই কম্বলের উষ্ণতায় ভালোভাবে ঘুম পাড়তে পারব ইনশাআল্লাহ।" শীতবস্ত্র বিতরণের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি দাতা সংস্থা ও সমাজের সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করে আসছেন।

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় থেকে আর্থিক বরাদ্দ এনে দিয়ে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থানসহ বিভিন্ন উন্নয়ন কাজে তিনি দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন। মামুনুর রশিদ মাজু বলেন, "বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরির সুবাদে বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে আমার সীমাবদ্ধ অবস্থান থেকেও এলাকার উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার চেষ্টা করি। কারণ সব সময় শিকড়ের প্রতি মন টানে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow