কিশোরের করুণ পরিণতির পর চ্যাটজিপিটি নিয়ে নতুন পরিকল্পনা 

11 hours ago 3
কৃত্রিম বুদ্ধিমত্তা তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যে চ্যাট  জিপিতে অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছে ওপেনএআই। খবর আলজাজিরা   মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক ব্লগ পোস্টে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই ওপেন এআই জানিয়েছে, কিশোর-কিশোরীদের বেড়ে ওঠার জন্য পারিবারিক সমর্থনের প্রয়োজনীয়তা থেকে একটি ফিচার চালু করা হচ্ছে।  নতুন এই ফিচার যুক্ত করার ফলে এখন থেকে অভিভাবকরা তাদের সন্তানের সঙ্গে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। এর ফলে সন্তানদের চ্যাট জিপিটি অ্যাকাউন্টের মেমোরি এবং চ্যাট হিস্ট্রি বন্ধ করার সুযোগ থাকবে। এ ছাড়া উঠতি বয়সী ছেলেমেয়েদের জন্য চ্যাটবট কী ধরনের আচরণজনিত পরামর্শ দেয় তারও নিয়ন্ত্রণ করতে পারবেন তারা।  ওপেনএআই জানিয়েছে, কিশোর-কিশোরীরা যদি হতাশায় ভোগে তাহলে সেটি তাদের অভিভাবকদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অভিভাবক ও সন্তানদের মধ্যে আস্থা বজায় রাখার এজন্য এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।  ঝুঁকি রয়েছে এমন ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে গত সপ্তাহে এ ঘোষণা দেয় ওপেনএআই। জানানো হয়েছে, আগামী মাস থেকেই এই পরিবর্তনগুলো কার্যকর হবে।  ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিকে সহযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। আগামী ১২০ দিনের মধ্যেই আমরা আমাদের অগ্রগতি তুলে ধরব।  এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পর ওপেনএআইর বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই কিশোরের বাবা-মা। এর পরই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।  ম্যাট ও মারিয়া রেইন অভিযোগ করেন, তাদের ছেলে অ্যাডামের জন্য অধিক ক্ষতিকারক এবং নিজেকে শেষ করে দেওয়ার মতো পরিকল্পনা বাস্তবায়নে চ্যাটজিপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।   
Read Entire Article