সাদিয়াকে কখনো কেউ গোমড়া মুখে দেখেনি। সব সময় হাসিখুশি আর প্রাণবন্ত থাকতেন। সবার সঙ্গে মিশতেন। কথা বলতেন। খুব কম সময়ে খ্যাতির শীর্ষে পৌঁছে যাওয়া এই শ্যুটারের মনের গভীরে কী যন্ত্রণা ছিল, সেটা কেউ জানত না। সেই অব্যক্ত যন্ত্রণা নিয়েই মঙ্গলবার স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে পরলোকের বাসিন্দা হয়েছেন সাদিয়া সুলতানা। রেখে গেছেন গভীর শোকাতুর বাবা-মা, স্বামী আর ফুটফুটে দুটি ছেলে-জায়েদ বিন ইসলাম আর জায়েন বিন... বিস্তারিত