কুকুর ঘেউ ঘেউ করায় মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ

2 days ago 9

ভারতের ছত্তিশগড় রাজ্যে কুকুর ঘেউ ঘেউ করাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  শুক্রবার (২৯ আগস্ট) রাজ্যের ফিটিং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় গণমাধ্যম বলছে, নিহত সুজিত খালকো (২৫) একটি কুকুর পুষেছিলেন। কুকুরটিকে নিয়ে হাঁটার সময় সেটি এক ব্যক্তির দিকে ঘেউ ঘেউ করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারাত্মক ঝগড়ায় রূপ নেয়।

পুলিশ জানায়, ঝগড়া মিটে যাওয়ার পর শুক্রবার রাতে সুজিত এক আত্মীয়ের বাড়িতে খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ডাকেন এবং কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের এক আত্মীয় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়।

তদন্তে জানা গেছে, সুজিত ও হামলাকারীদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। কুকুর ঘেউ ঘেউ করার ঘটনাকে কেন্দ্র করে সেই পুরোনো শত্রুতা আরও বেড়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সূত্র : জিও নিউজ উর্দু ইন্ডিয়া টুডে
 

Read Entire Article