ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার বেওয়ারিশ কুকুরের জন্য একটি নতুন আইন জারি করেছে। এই আইন অনুযায়ী, কোনো কুকুর যদি পরপর দুইবার অকারণে কোনো পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে, অর্থাৎ ওই কুকুরের 'যাবজ্জীবন কারাদণ্ডের' শাস্তি হবে।
নতুন এই আইন অনুযায়ী, কোনো পথচারীকে কুকুর কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নিলে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে। শনাক্ত করা কুকুরটিকে... বিস্তারিত