কুমিল্লা উত্তর দূর্গাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া বহিষ্কার

অনাস্থা ও দুর্নীতির অভিযোগ কুমিল্লা উত্তর দূর্গাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া বহিষ্কার হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনিয়া আক্তারকে তার পদ থেকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ নুরে আলম এ বিষয়ের আদেশে স্বাক্ষর করেন। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য অনাস্থা জানানোসহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, সোনিয়া আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে পরিষদের ১০ জন সাধারণ সদস্য আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব দেন। এর পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ (৩) ধারা অনুযায়ী আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার তদন্ত করে একটি তদন্ত রিপোর্ট প্রদান করেন। উক্ত তদন্ত রিপোর্টে তার বিরুদ্ধে সাধারণ সদস্য ১০ জনের অনাস্থা সহ ১০ অ

কুমিল্লা উত্তর দূর্গাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া বহিষ্কার

অনাস্থা ও দুর্নীতির অভিযোগ কুমিল্লা উত্তর দূর্গাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া বহিষ্কার হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনিয়া আক্তারকে তার পদ থেকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ নুরে আলম এ বিষয়ের আদেশে স্বাক্ষর করেন। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য অনাস্থা জানানোসহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, সোনিয়া আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে পরিষদের ১০ জন সাধারণ সদস্য আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব দেন। এর পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ (৩) ধারা অনুযায়ী আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার তদন্ত করে একটি তদন্ত রিপোর্ট প্রদান করেন। উক্ত তদন্ত রিপোর্টে তার বিরুদ্ধে সাধারণ সদস্য ১০ জনের অনাস্থা সহ ১০ অনিয়মের মধ্যে ৮টি অনিয়ম প্রমানিত হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী এবং ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী তার সংরক্ষিত সাধারণ সদস্য পদটিও শূণ্য ঘোষণা করে তাকে অব্যাহতি দেওয়া হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫ (২) ধারা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শূণ্য ঘোষণা সংক্রান্ত গ্রেজেট জারি করতে বলা হয়।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, “জনপ্রতিনিধির দায়িত্ব হলো জনস্বার্থে কাজ করা। অভিযোগের কারণে কেউ যদি জনগণের বিশ্বাস হারান, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।” এ বিষয়ে সোনিয়া আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইউনিয়নে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের পথ সুগম হবে বলে তাদের প্রত্যাশা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow