কুমিল্লা কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিলেন মামুন

2 months ago 6

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষার প্রথমদিন তিনি কারাগারে থেকে অংশ নেন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মামুন জেলার বরুড়া উপজেলা পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি বরুড়া উপজেলা আড্ডা কলেজের পরীক্ষার্থী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের করা একটি মামলায় তিনি কারাভোগ করছেন।

সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ১৬ জুন আব্দুল্লাহ আল মামুন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের করা একটি মামলায় কুমিল্লা কারাগারে আসেন। আদালতের নির্দেশে কারাগারে তার পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া পরীক্ষার পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন। নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্যদিয়ে সারাদেশে শুরু এইচএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক লাখ এক হাজার ৭৫০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

Read Entire Article