কুমিল্লা মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

2 months ago 35

কুমিল্লা মহানগরে ১৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা- মহানগর পর্যায়ে এটি তাদের একাদশ আহ্বায়ক কমিটি। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুমিল্লা মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য তারা এই কমিটি অনুমোদন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার এই কমিটিতে আবু রায়হানকে আহ্বায়ক, মুহাম্মাদ রাশেদুল হাসানকে সদস্য সচিব, মোস্তফা জিহানকে মুখ্য সংগঠক ও জাবেদ আহমেদ ভূইয়াকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্য সচিব, ২৮ জনকে সংগঠক ও ১৩৮ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ ও নড়াইল জেলায় ৫১ সদস্যের; ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের; ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের; ১১ নভেম্বর নেত্রকোনা জেলায় ২৫৪ সদস্যের; ১২ নভেম্বর মেহেরপুর জেলায় ৫১ সদস্যের; ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলায় ১০৩ সদস্যের এবং বৃহস্পতিবার রাতে শেরপুর জেলায় ১২৬ সদস্যের ও শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, কুমিল্লা আওয়ামী ফ্যাসিবাদের কবরস্থান, জুলাই বিপ্লবের রাজধানী। স্বাধীন বাংলাদেশের জন্য আকাঙ্ক্ষা বাস্তবায়নে কুমিল্লা অগ্রগামী ভূমিকা পালন করবে। সদ্য গঠিত কুমিল্লা মহানগর কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করে তারা গোটা জাতির আমানত রক্ষা করবেন বলে আমরা আশা করি।

জেডআইপি/এমআইএইচএস/এমএস

Read Entire Article