দলে দলে ভাগ হয়ে ঘষছে হাত। প্রত্যেক দলের মাথার উপরে উড়ছে ধোঁয়া। কোনও দলে কিশোর আবার কোনও দলে মধ্যবয়সী পুরুষ। কোথাও আবার বৃদ্ধদেরও দেখা যায়। প্রতিনিয়ত কুমিল্লা স্টেশনের আশপাশের এলাকায় মাদকসেবন ও বিক্রির এমন ঘটনা স্থানীয়দের চোখ সয়ে যাওয়া দৃশ্য। পুলিশ ও প্রশাসনের কাছেও এটি প্রকাশ্য সত্য।
জানা গেছে, সরকারপতন আন্দোলনের পর থেকে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের টহল টিম তেমন যেতে পারছে না। যে... বিস্তারিত