কুমিল্লা সিটি করপোরেশনে দুদকের অভিযান

2 hours ago 4

কুমিল্লা সিটি করপোরেশনে এন এস গ্যালারির টেন্ডারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১৯ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশন এ দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে একটি ‘এনফোর্সমেন্ট’ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী। 

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী পরিচালক মো. ছামছুল আলম বলেন, এন এস গ্যালারির মালিক সাইফুল ইসলামের নামে অভিযোগ ছিল। আমাদের কাছে তথ্য চেয়েছে আমরা তথ্য দিয়েছি দুদককে।  

অভিযানের বিষয়ে কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডারের বিভিন্ন অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ অভিযোগের কারণে আমাদের দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে কুমিল্লা দুদক অফিস থেকে ‘এনফোর্সমেন্ট’ অভিযান পরিচালনা করেছি। 

তিনি আরও বলেন, অভিযানে রেকর্ডপত্রে দেখা গেছে, এন এস গ্যালারি বেশ কিছু টেন্ডার পেয়েছে। অভিযানে পাওয়া কাগজপত্র ও তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নিতে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

Read Entire Article