কুমিল্লা-১১ আসনে ৪০ প্রার্থীর মনোনয়ন ক্রয়

নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার রাজনীতির মাঠ সরব হয়ে উঠছে। প্রতিনিয়তই আলোচনা ও সমালোচনার ঝড় সৃষ্টি হচ্ছে। নির্বাচনে জয় পরাজয় নিয়ে বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ফেসবুক থেকে শুরু করে সর্বত্রই আলোচনার কেন্দ্র বিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কুমিল্লা ১৭ উপজেলা নিয়ে ১১টি সংসদীয় আসন গঠিত হয়। ইতিমধ্যে বিএনপি ও জামায়াতসহ সকল দল প্রার্থীতা চুড়ান্ত করেছেন। তফসিল ঘোষণার পর পরই শুরু হয়েছে মনোনয়ন ক্রয়। তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণা বেড়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংগ্রহ করা হচ্ছে মনোনয়নপত্র। গত কয়েক দিনে বিভিন্ন দলের ৪০ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেন। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কুমিল্লার ১১টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের মোট ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি থেকে ১৭ জন, জামায়াতে ইসলামী থেকে ৮ জন, এনসিপি থেকে ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ২ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী

কুমিল্লা-১১ আসনে ৪০ প্রার্থীর মনোনয়ন ক্রয়

নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার রাজনীতির মাঠ সরব হয়ে উঠছে। প্রতিনিয়তই আলোচনা ও সমালোচনার ঝড় সৃষ্টি হচ্ছে। নির্বাচনে জয় পরাজয় নিয়ে বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

ফেসবুক থেকে শুরু করে সর্বত্রই আলোচনার কেন্দ্র বিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কুমিল্লা ১৭ উপজেলা নিয়ে ১১টি সংসদীয় আসন গঠিত হয়। ইতিমধ্যে বিএনপি ও জামায়াতসহ সকল দল প্রার্থীতা চুড়ান্ত করেছেন। তফসিল ঘোষণার পর পরই শুরু হয়েছে মনোনয়ন ক্রয়। তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণা বেড়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংগ্রহ করা হচ্ছে মনোনয়নপত্র। গত কয়েক দিনে বিভিন্ন দলের ৪০ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেন।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কুমিল্লার ১১টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের মোট ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি থেকে ১৭ জন, জামায়াতে ইসলামী থেকে ৮ জন, এনসিপি থেকে ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ২ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল থেকে ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে ১ জন, গণফ্রন্ট থেকে ১ জন, বাংলাদেশ রিপাবলিক পার্টি থেকে ১ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে জেলা প্রশাসন। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এই মহতী লক্ষ্য বাস্তবায়নে তিনি জেলাবাসীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow