কুমিল্লা- ৫ আসনের মাঠ ছাড়ছে না বিএনপির মনোনয়ন বঞ্চিত আল মামুন

কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাথমিক মনোনয়নই চূড়ান্ত নয়। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দল চূড়ান্ত মনোনয়ন দেবে। সে কারণে তিনি মাঠ ছাড়ছেন না; বরং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মামুন বলেন, মনোনয়ন ঘোষণার সময় মহাসচিব স্পষ্ট বলেছেন—এটা চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে। তাই আমরা মাঠে আছি, ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপির ভোটব্যাংক শক্তিশালী করতে কাজ করছি। তিনি অভিযোগ করেন, বিগত ‘ফ্যাসিবাদী’ সরকারের আমলে কুমিল্লা জেলা সর্বক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। অথচ কুমিল্লা একটি সম্ভাবনাময় এলাকা, যেখান থেকে জাতীয় নেতৃত্ব গড়ে উঠতে পারে।তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে পাকিস্তান পর্ব এবং স্বাধীন বাংলাদেশ—সব সময়ই কুমিল্লা অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্যের কারণে এ জেলার উন্নয়নকে ইচ্ছাকৃতভাবে রুদ্ধ করা হয়েছে। ছাত্র-জনতার গণআন্দোলন

কুমিল্লা- ৫ আসনের মাঠ ছাড়ছে না বিএনপির মনোনয়ন বঞ্চিত আল মামুন

কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাথমিক মনোনয়নই চূড়ান্ত নয়। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দল চূড়ান্ত মনোনয়ন দেবে। সে কারণে তিনি মাঠ ছাড়ছেন না; বরং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মামুন বলেন, মনোনয়ন ঘোষণার সময় মহাসচিব স্পষ্ট বলেছেন—এটা চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে। তাই আমরা মাঠে আছি, ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপির ভোটব্যাংক শক্তিশালী করতে কাজ করছি। তিনি অভিযোগ করেন, বিগত ‘ফ্যাসিবাদী’ সরকারের আমলে কুমিল্লা জেলা সর্বক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। অথচ কুমিল্লা একটি সম্ভাবনাময় এলাকা, যেখান থেকে জাতীয় নেতৃত্ব গড়ে উঠতে পারে।

তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে পাকিস্তান পর্ব এবং স্বাধীন বাংলাদেশ—সব সময়ই কুমিল্লা অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্যের কারণে এ জেলার উন্নয়নকে ইচ্ছাকৃতভাবে রুদ্ধ করা হয়েছে। ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী শাসনের অবসানের পর দেশবাসী আশার আলো দেখতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। সৎ, শিক্ষিত ও মেধাভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে ব্যারিস্টার মামুন বলেন, আগামী বাংলাদেশ হবে সুশিক্ষিত ও সচেতন প্রজন্মের বাংলাদেশ। সে জন্য নতুন প্রজন্মকে সঠিক শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করতে হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন—ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক জি.এস মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, সাবেক যুবদল আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আকরাম হোসেন, মফিজুল ইসলাম, আবুল বাসার, নাসির উদ্দিন ভূঁইয়া, খোরশেদ আলম লাভলু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান, ফারুক আহামেদ, এরশাদুল ইসলাম, মো. আলী, গাজী মো. ইসরাফিল, দক্ষিণ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ময়নামতি ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া এবং বাকশীমূল ইউনিয়ন ছাত্রদল নেতা এরশাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow