‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলবো’

7 hours ago 6

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলব জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা। 

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকারের কাছে আমার দাবি, অতি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

সমাবেশে আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক এমদাদুল হক মামুন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর হেফাজতে ইসলামের সেক্রেটারি ও জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা মুন্নীরুল ইসলাম কাসেমী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, সাংবাদিক আবুল কাশেম হৃদয়, কাজী এনামুল হক ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা।

কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের উদ্যোগে মহানগরীর অনেক ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও শপিংমল সমাবেশে অংশ নিতে ওই সময় বন্ধ রাখা হয়।

Read Entire Article