কুমিল্লার চৌদ্দগ্রামে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়ার বাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে অটোরিকশাচালক রাশেদ খান (২৭) ও অটোরিকশার যাত্রী চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া গ্রামের মো. ইব্রাহিম (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনের মিয়া বাজার কাশিনগর রাস্তার মাথায় দ্রুতগামী একটি লরি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে লরির চাকায় পিষ্ট হয়ে একটি অটোরিকশার চালক রাশেদ এবং যাত্রী ইব্রাহিমসহ মোট চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাশেদ ও ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ঘাতক লরিটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।
জাহিদ পাটোয়ারী/ইএ