কুমিল্লার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

2 months ago 6

অপহরণ করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদল নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগে কুমিল্লার সাবেক এমপি এম এ জাহেরসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন- ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি, ব্রাহ্মণপাড়া উপজেলার যুবলীগ নেতা আবু সাঈদ বাপ্পিসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা, কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ২০-২৫ জন অজ্ঞাতপরিচয়ধারী।

সোমবার (১৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর অভিযোগ করেন কুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া।

অভিযোগে ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া জানান, তিনি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকার দিঘি গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম ও সালেখা বেগমের ছেলে। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে অধ্যয়নরত।

অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২০ আগস্ট রাতে ট্রেনযোগে কুমিল্লা পৌঁছে বাসায় ফেরার পথে এমপি জাহেরের নেতৃত্বে অস্ত্রধারীরা তাকে অপহরণ করেন। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে বর্বর নির্যাতনের পর ছুরি দিয়ে তার দুই চোখ উপড়ে ফেলা হয়। ঘটনার পর পুলিশ তাকে আটক দেখিয়ে হাসপাতালে নেয় এবং পরে ভুয়া মামলায় আদালতে চালান করে।

অভিযোগে আরও বলা হয়, পুলিশ আসামিদের সহায়তায় নির্যাতিত কিবরিয়ার পরিবারের কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে মামলা করার পথ রুদ্ধ করে।

এফএইচ/এমএএইচ/জিকেএস

Read Entire Article