কুমিল্লায় আওয়ামী লীগের সেক্রেটারি হলেন জামায়াত সভাপতি

2 hours ago 4

 

কুমিল্লার তিতাসে আবু হানিফ নামের এক আওয়ামী লীগ নেতাকে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ঘোষণা করা করা হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

আবু হানিফ উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়ন পরিষদের মেম্বার।

স্থানীয় সূত্র জানায়, বিগত সময়ে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন আবু হানিফ। হঠাৎ করে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে প্রকাশ্যে আসে আবু হানিফ জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হওয়ার কথা। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে জানতে আবু হানিফ মেম্বারকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন জাগো নিউজকে বলেন, ‘আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পার জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন।’

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

Read Entire Article