কুমিল্লার তিতাসে গণপিটুনিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) রাত ১টার দিকে তিতাস থানায় ঘটে এ ঘটনা।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ও কনস্টেবল মাঈন উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার দেশ ছেড়ার খবরে স্থানীয় উৎসুক জনতা তিতাস থানা ঘেরাও করতে গেলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ ঘটনায় অন্তত ২০-৩০ জন গুলিবিদ্ধ হন। এতে উত্তেজিত ছাত্র-জনতা থানা এবং পাশের একটি মার্কেটে অগ্নিসংযোগ করে।
এসময় থানার গেটে পাহারার দায়িত্বে থাকা পুলিশ সদস্য রেজাউল করিম ও মাঈন উদ্দিনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা থানায় পৌঁছে বাকি পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
পুলিশ নিহতের খবরে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে শত শত উৎসুক জনতা নিহত পুলিশ সদস্যদের মরদেহ দেখতে থানা এলাকায় ভিড় জমান।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস জাগো নিউজকে বলেন, সোমবার দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত আন্দোলনকারীরা দফায় দফায় থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন। এক পর্যায়ে রাত ১টার দিকে থানার গেটে দায়িত্বে থাকা আমার দুই সহকর্মীকে পিটুনি দিয়ে হত্যা করেন। এছাড়া তাদের হামলায় আমিসহ আমার অনেক সহকর্মী আহত হয়েছেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী আমাদের উদ্ধার করে।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জেআইএম