কুমিল্লার চৌদ্দগ্রামে মাটি কাটা গর্তের পানিতে ডুবে চাচাতো ভাই ও বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামে।
স্থানীয়রা জানান, দুপুরে বাশার মিয়ার ছেলে রেদোয়ান (৪) ও তার ভাই শেখ আহম্মেদের মেয়ে মরিয়ম (৭) বাড়ির পাশে খেলছিল। হঠাৎ করে তাদের পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের মাটি কাটা গর্তের মধ্যে দুজনকে ভাসতে দেখা যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জাগো নিউজকে জানান, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে পৌছার আগেই তাদের মৃত্যু হয়েছে।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/

5 months ago
54









English (US) ·