কুমিল্লায় পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা অবৈধ পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা এবং ইয়াবা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রোববার ভোরে জেলার তিতাস উপজেলার শাহাপুর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন। পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। ভোরে জেলার তিতাস উপজেলার শাহাপুর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শাহাপুর এলাকা থেকে একটি ৯ মি.মি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা এবং ইয়াবা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ অস্ত্র ব্যবসায়ী ৩ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামাদি যথাযথ প্রক্রিয়ায় তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন

কুমিল্লায় পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা অবৈধ পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা এবং ইয়াবা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রোববার ভোরে জেলার তিতাস উপজেলার শাহাপুর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন।

পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। ভোরে জেলার তিতাস উপজেলার শাহাপুর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে শাহাপুর এলাকা থেকে একটি ৯ মি.মি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা এবং ইয়াবা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ অস্ত্র ব্যবসায়ী ৩ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামাদি যথাযথ প্রক্রিয়ায় তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন জানান, যৌথবাহিনীর অভিযানে আটককৃত আসামী, উদ্ধারকৃত অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow