কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পেড়িয়া বাজার এলাকায় একই স্থানে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া ও উপজেলা বিএনপির নেতা মোবাশ্বের আলম ভূইয়া পক্ষ কর্মিসভা ডাকায় নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের যুবদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার মো. হাবিব ও জসিম উদ্দিনের নেতৃত্বে বিকেল ৩টায় পেরিয়া বাজারে ইউনিয়ন কর্মিসভার আয়োজন করা হয়। একই স্থানে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূইয়া পক্ষের যুবদল সদস্য আব্দুল কাদের ও মিলনের নেতৃত্বে কর্মিসভার আয়োজন করা হয়। পরে ওই সভা স্থগিত করা হয়।
শুক্রবার বিকেলে মোবাশ্বের আলম ভূইয়া পক্ষের কাদের ও মিলন কর্মিসভার আয়োজন করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
যুবদল নেতা মিলন বলেন, উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা আগে থেকে পেরিয়া বাজারে কর্মিসভার আয়োজন করি। কিন্তু গফুর ভূঁইয়া পক্ষের লোকজন আমাদের বাধা দিয়ে গেট ও স্টেজ ভাঙচুর করেন। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে আমাদের ৭-৮ জন নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জাগো নিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি।
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম