কুমিল্লায় বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০

2 months ago 33

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পেড়িয়া বাজার এলাকায় একই স্থানে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া ও উপজেলা বিএনপির নেতা মোবাশ্বের আলম ভূইয়া পক্ষ কর্মিসভা ডাকায় নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের যুবদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার মো. হাবিব ও জসিম উদ্দিনের নেতৃত্বে বিকেল ৩টায় পেরিয়া বাজারে ইউনিয়ন কর্মিসভার আয়োজন করা হয়। একই স্থানে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূইয়া পক্ষের যুবদল সদস্য আব্দুল কাদের ও মিলনের নেতৃত্বে কর্মিসভার আয়োজন করা হয়। পরে ওই সভা স্থগিত করা হয়।

শুক্রবার বিকেলে মোবাশ্বের আলম ভূইয়া পক্ষের কাদের ও মিলন কর্মিসভার আয়োজন করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০

যুবদল নেতা মিলন বলেন, উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা আগে থেকে পেরিয়া বাজারে কর্মিসভার আয়োজন করি। কিন্তু গফুর ভূঁইয়া পক্ষের লোকজন আমাদের বাধা দিয়ে গেট ও স্টেজ ভাঙচুর করেন। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে আমাদের ৭-৮ জন নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জাগো নিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

Read Entire Article