কুমিল্লায় ‘বিরাশিয়ান’ বন্ধুদের মিলনমেলা

13 hours ago 5

‘বিরাশিয়ান’ বন্ধুদের মিলনমেলা এবার বসেছিল কুমিল্লায়। শুক্রবার (২৪ অক্টোবর) ১৯৮২ সালে এসএসসি পাস করা সারা বাংলাদেশের বন্ধুরা কুমিল্লা কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে মিলিত হন।

আয়োজক বৃহত্তর কুমিল্লা এসএসসি ৮২-এর আহ্বায়ক অধ্যাপক ফারুক আহমেদ জানান, বন্ধু মোস্তফিজুর রহমান রোমিওর হাত ধরে ২০২১ সালের ২৭ মে ১৩ জন থেকে আজ সারা দেশের ৭ শতাধিক বন্ধু আমরা একত্রিত। বন্ধু লায়ন মনিরের প্রেরণা, লায়ন ইকবাল, মিজান ও রত্নার অনুরোধে চপল, বাদল, কালাম, খালেদ, খোরশেদের প্রচেষ্টায় বৃহত্তর কুমিল্লা এসএসসি ৮২ সংগঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজকের কুমিল্লায় আয়োজন— পুনর্মিলনী-মিলনমেলা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে আসা অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, এ বয়সে এমন আয়োজন ভালো লাগে। আমাদের বন্ধুত্ব বাড়ছে। সারা দেশে ছড়িয়ে পড়েছে।

কুমিল্লার ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপল জানান, দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল— র‍্যালি, প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও নীরবতা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, পরিচয় পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্র। সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।

নড়াইল থেকে আসা লেফটেন্যান্ট (অব.) এম মাহবুবুর রহমান জানান, তিনি প্রাণের টানে একটা দিন সময় কাটাতে ছুটে এসেছেন। 

খুলনার প্রফেসর শংকর প্রসাদ মিত্র বলেন, এমন আয়োজন আমাদের অনুপ্রেরণা দেয়। 

ময়মনসিংহ থেকে অংশ নেওয়া রোখসানা পারভীন লুসি বলেন, কুমিল্লায় এলাম বন্ধুত্বের টানে। এসবে প্রাণ খুঁজে পাই।

পাবনার ইসমত আরা বলেন, ‘বুড়ো বয়সে আড্ডা বেশ ভালো লাগে। আমরা যেন নিজেদের স্কুল জীবন খুঁজে পাই। একেক জন একেক স্কুলে পড়লেও একই ব্যাচ, সবাই সহপাঠী, সমবয়সী। ফোরামটা বেশ জমে উঠেছে। একেক জেলায় প্রোগ্রাম হচ্ছে, বেশ প্রাণবন্ত।

Read Entire Article