ইভটিজারকে গ্রেপ্তার ও শিক্ষককে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) মহাসড়কেরর দাউদকান্দির গৌরপুর বাসস্ট্যান্ডে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এতে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এ সময় অষ্টম শ্রেণির দুজনকে রনিসহ কয়েকজন বখাটে ইভটিজিং করায় শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানানো হয়।
জানা যায়, ইভটিজিংয়ের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কারণে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক প্রথম আলোর দাউদকান্দি প্রতিনিধি মো. আবদুর রহমান ঢালীর ওপর বখাটেরা হামলা করে।
এ সময়ে বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিম তালুকদার ও শিক্ষক কামরুজ্জামান।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, আমরা দ্রুত আইনের আওতায় এনে ওই বখাটেদের গ্রেপ্তার করব। তোমাদের দাবি মেনে নেব।
পরে আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে শিক্ষক আবদুর রহমান ঢালী জানান, আমার স্কুলের দুই শিক্ষার্থীকে বখাটেদের হাত থেকে উদ্ধার করায় তারা আমার ওপর হামলা চালায়। ঘটনাটি সঙ্গে সঙ্গেই পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।