কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে দখলমুক্ত ফুটপাত

3 hours ago 2

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্প।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে কুমিল্লা সিটি করপোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন কালবেলাকে বলেন, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখেন ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই পরিপ্রেক্ষিতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো ও দোকানের মালামাল এবং রাস্তা দখল করে গেট করে রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান  অব্যাহত থাকবে।

Read Entire Article