কুমিল্লায় হত্যা মামলার আসামি দুই ভাই নারায়ণগঞ্জে গ্রেফতার

4 hours ago 8

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র দুপক্ষের দ্বন্দ্বের জেরে ইব্রাহিম খলিল নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে র‍্যাব-১১ ও র‍্যাব-৩ এর যৌথ চেষ্টায় আসামিদের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার রাতে র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার জহিরুল ইসলাম ভুঁইয়ার ছেলে জাহিদ হোসেন ভুঁইয়া (২৫) অনিক ভুঁইয়া (২০)।

র‍্যাব জানায়, দেবিদ্বার উপজেলার নয়াকান্দি গ্রামের ছেলেদের সঙ্গে একই উপজেলার ফাতেহাবাদ দক্ষিণপাড়া গ্রামের ছেলেদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে মারামারি হয়। ওই ঘটনার সূত্র ধরে গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কান্দাপাড়া এলাকার একটি ব্রিজের ওপর স্থানীয় মাসুদ ও কামরুল গ্রুপের মধ্যে আবারও ঝামেলা হয়। ওইদিন দুপক্ষের মধ্যকার মাসুদ, ওবায়দুল ও জিল্লুর নামে তিনজনের নেতৃত্বের গ্রুপটি অন্য গ্রুপের কামরুলদের ওপর হামলা চালায়।

উভয় পক্ষের মারামারির একপর্যায়ে কামরুলের সঙ্গে থাকা অন্যরা ভয়ে দৌড়ে ওই এলাকার একটি মসজিদের ভেতর ঢুকে পড়েন। তখন নয়াকান্দির ছেলেরা মসজিদ ঢুকে তাদের মুসল্লিরা বাধা দেয়। তখন আসামিরা তাদেরও মারধর করে। এতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ভুক্তভোগী ইব্রাহিম খলিলসহ ১২ জন গুরুতর আহত হন।

র‍্যাব আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি রাতে ইব্রাহিম খলিল মারা যান। এরপর তার বড় ভাই ইসমাইল হোসেন হত্যার ঘটনায় ২১ জনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার আসামিদের দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

মো. আকাশ/এমকেআর

Read Entire Article