কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর প‌ক্ষে-বিপ‌ক্ষে মিছিল

3 months ago 36
কু‌মিল্লার দে‌বিদ্বা‌রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প‌ক্ষে ও বিপ‌ক্ষে মি‌ছিল এবং বিক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২০ মে) বি‌কে‌লে দে‌বিদ্বার উপ‌জেলা সদ‌রে জুলাই অভ্যুত্থানে আহত, শ‌হীদ প‌রিবার ও ছাত্র-জনতার ব্যানারে হাসনাত আব্দুল্লাহর প‌ক্ষে মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে ব্যারিস্টার রিজ‌ভিউল আহসা‌ন মুন্সীর নেতৃ‌ত্বে হাসনাতের বিপক্ষে মি‌ছিল করা হয়। জুলাই অভ্যুত্থানে আহত, শ‌হীদ প‌রিবার ও ছাত্র-জনতার ব্যানারে মি‌ছিল‌টি উপ‌জেলা সদ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে মু‌ক্তিযুদ্ধ চত্ব‌রে এসে সমা‌বেশ ক‌রে। এ সময় বক্তব্য রা‌খেন জুলাই শ‌হীদ তন্ম‌য়ের বাবা, শ‌হীদ ম‌হিউ‌দ্দি‌নের মা, আহত তান‌ভির হাসান তুষার ও ইয়া‌ছিন আরাফাত। দে‌বিদ্বার হাসনাত আব্দুল্লাহর নিজ এলাকা এবং আগামী জাতীয় নির্বাচ‌নে এ আসন থে‌কে তার প্রতিদ্ব‌ন্দ্বিতা করার কথা র‌য়ে‌ছে। এরপর ব্যারিস্টার রিজ‌ভিউল আহসান মুন্সীর নেতৃ‌ত্বে বিএন‌পির নেতাকর্মীরা মি‌ছিল বের ক‌রে। মি‌ছিল‌টি বিএন‌পির সা‌বেক সংসদ সদস্য ইঞ্জি‌নিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবন থে‌কে শুরু হ‌য়ে উপ‌জেলা সদ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে মু‌ক্তিযুদ্ধ চত্ব‌রে এসে সমা‌বেশ ক‌রে।  সমা‌বে‌শে উপ‌স্থিত ছি‌লেন অধ্যাপক সুলতান ক‌বির আহাম্মদ, কু‌মিল্লা উত্তর জেলা ম‌হিলা দ‌লের সভাপ‌তি সু‌ফিয়া বেগম, আবুল কালাম ও নেতাকর্মীরা।
Read Entire Article