চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া- ২০২৫। আগামী ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে আয়োজিত এই উৎসবে গান গেয়ে দর্শকদের মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা।
দিনব্যাপী এ উৎসবে থাকছে গান, নাচ, ফ্যাশন শো এবং আধুনিক সংগীতের সমন্বয়ে বিশেষ সাংস্কৃতিক এক্সপো। দুই তারকা শিল্পীর সঙ্গে থাকবেন ছয় সদস্যের লাইভ বাদ্যযন্ত্রীর দল, যারা সরাসরি পরিবেশনা করে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করবেন।
আরও পড়ুন
মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের দাপট
দীর্ঘমেয়াদি ভিসায় অবস্থানের সময় দ্বিগুণ করলো মিশর
আয়োজক মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) জানিয়েছে, এই সাংস্কৃতিক আয়োজন কেবল প্রবাসী বাংলাদেশিদের জন্য নয়, স্থানীয় মালয়েশিয়ান দর্শকদের জন্যও হবে এক অনন্য অভিজ্ঞতা।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ইতিবাচকভাবে তুলে ধরতে আয়োজিত এই উৎসবকে তারা একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হওয়া এই ফেস্টিভ্যাল দেশের শিল্প, সংগীত ও সংস্কৃতিকে আরও ব্যাপক পরিচিতি এনে দেবে।
কেএসআর/এমএস