কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২৭ সেপ্টেম্বর

3 hours ago 3

বাংলাদেশের বিভিন্ন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন এবং প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দিতে ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫। দিনব্যাপী এই আয়োজনটি বসবে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে।

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজ শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানান, ফেস্টিভ্যালে থাকবে বাংলাদেশের রিয়েল এস্টেট, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, তৈরি পোশাক, পর্যটন ও হস্তশিল্প খাতের প্রদর্শনী।

আয়োজনের অংশ হিসেবে থাকছে দেশীয় খাবার ও স্ট্রিট ফুডের স্টল, পাশাপাশি প্রবাসী শিল্পী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা। এতে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহান আরা মনিকা এবং জহুর রাজ্যের প্রিন্সেস তুংকু মরিয়ম জারাহ। সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা।

আয়োজকদের মতে, এ ধরনের উৎসব শুধু বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির প্রচারেই নয়, বরং প্রবাসীদের মধ্যে দেশীয় শেকড়ের বন্ধন জোরদার করতেও ভূমিকা রাখবে।

এএমএ/এএসএম

Read Entire Article