কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার জন্য শোক বই উন্মোচন

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে কুয়ালালামপুরস্থ হাইকমিশনে একটি বিশেষ শোক বই খোলা হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে এই শোক বইটি উন্মোচন করা হয়। কুয়ালালামপুরে দায়িত্বরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের সদস্যদের এই শোক বইয়ে স্বাক্ষর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয় বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের ভেরিফাই ফেসবুক পেজে ও ইমেইলের মাধ্যমে তাদের অবগত করা হয়।  এছাড়াও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ ব্যক্তি এবং বিশিষ্ট নাগরিকরা সেখানে উপস্থিত হয়ে শোক প্রকাশ করছেন। মালয়েশিয়ার সব মিডিয়াগুলো সাবেক এ প্রধানমন্ত্রীর জানাজা নিউজ প্রকাশ করে।  হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, শোক বইটি নিম্নোক্ত সময়ে সর্বসাধারণের (আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট) জন্য উন্মুক্ত থাকবে : বৃহস্পতিবার (০১ জানুয়ারি) : সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার (০২ জানুয়ারি) : সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।  বেগম

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার জন্য শোক বই উন্মোচন

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে কুয়ালালামপুরস্থ হাইকমিশনে একটি বিশেষ শোক বই খোলা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে এই শোক বইটি উন্মোচন করা হয়। কুয়ালালামপুরে দায়িত্বরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের সদস্যদের এই শোক বইয়ে স্বাক্ষর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয় বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের ভেরিফাই ফেসবুক পেজে ও ইমেইলের মাধ্যমে তাদের অবগত করা হয়। 

এছাড়াও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ ব্যক্তি এবং বিশিষ্ট নাগরিকরা সেখানে উপস্থিত হয়ে শোক প্রকাশ করছেন। মালয়েশিয়ার সব মিডিয়াগুলো সাবেক এ প্রধানমন্ত্রীর জানাজা নিউজ প্রকাশ করে। 

হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, শোক বইটি নিম্নোক্ত সময়ে সর্বসাধারণের (আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট) জন্য উন্মুক্ত থাকবে :

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) : সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শুক্রবার (০২ জানুয়ারি) : সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশি-বিদেশি কূটনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক জীবন ও বাংলাদেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করে শোকবার্তায় শ্রদ্ধা জানাচ্ছেন দর্শনার্থীরা।

এর আগে মালয়েশিয়া বিএনপি, অঙ্গ-সংগঠনসহ প্রবাসীরা গায়েবি জানাজা আয়োজন করে। জানাজায় এসে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow