বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে দৈনিক যুগান্তর।
দেশের শীর্ষস্থানীয় ৩২ মিডিয়া হাউসের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে রোববার বৃষ্টিস্নাত ম্যাচে এটিএন বাংলাকে ২-০ গোলে হারিয়েছে যুগান্তর। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন পর ফের শিরোপার আনন্দে মেতে ওঠেন যুগান্তরের খেলোয়াড়-কর্মকর্তারা।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, বিএসজেএর সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বাফুফে সদস্য মঞ্জুরুল করিম, সিনিয়র ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুল, স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ এবং বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এসএম সুমন।
যুগান্তরকে প্রথমার্ধে এগিয়ে দেন সাদ্দাম হোসেন ইমরান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন অধিনায়ক জ্যোতির্ময় মণ্ডল। মাঝমাঠ থেকে দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাদ্দাম হোসেন ইমরান। ৪ গোল ও ২ অ্যাসিস্ট করে টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন যুগান্তরের অতিথি খেলোয়াড় মাজহারুল ইসলাম মিঠুন। রানার্সআপ এটিএন বাংলার আদদ্বীন সজীব ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান। দৈনিক যুগান্তরের এ কে সালমানের হাতে ওঠে সেরা গোলরক্ষকের ট্রফি।

5 months ago
81








English (US) ·