কুলাউড়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

2 months ago 33
মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথবাহিনীর অভিযানে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণু পাশী (৪৫) এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিষ্ণু ওই ইউনিয়নের গাজীপুরের নতুন টিলা এলাকার মৃত আপানা পাশীর ছেলে। পুলিশ জানায়, পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম বুধবার রাত ১০টার দিকে নতুন টিলা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণুকে গ্রেফতার করেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, গ্রেফতার বিষ্ণু পাশীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডি প্রতিদিন/এমএস
Read Entire Article