কুষ্টিয়ায় গলাকাটা মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠের ধানক্ষেতে এক অজ্ঞাত ব্যক্তির মুখ পোড়ানো গলাকাটা বিবস্ত্র মরদেহ পড়েছিল। আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে রামচন্দ্রপুর বিলের মাঠের ধানক্ষেতে মরদেহটি দেখতে পান।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যান। এসময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনিরের জমিতে তারা একটি মুখপোড়ানো, গলাকাটা বিবস্ত্র মধ্যবয়সী পুরুষের মরদেহ দেখতে পান।তারা আরও জানান, অজ্ঞাত ব্যক্তিটিকে পাশের রাস্তায় গতকাল (মঙ্গলবার) রাতেই হয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। পরবর্তীতে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। তাদের ধারণা, এসময় তাকে বিবস্ত্র করে ওই পোশাক দিয়েই তার মুখ পুড়িয়ে দিয়ে গেছে দুর্বৃত্তরা।স্থানীয় কৃষক রাজা আলী জানান, বুধবার সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কী যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখি, মধ্যবয়সী একজন অজ্ঞাত মানুষের ম

কুষ্টিয়ায় গলাকাটা মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠের ধানক্ষেতে এক অজ্ঞাত ব্যক্তির মুখ পোড়ানো গলাকাটা বিবস্ত্র মরদেহ পড়েছিল। আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে রামচন্দ্রপুর বিলের মাঠের ধানক্ষেতে মরদেহটি দেখতে পান।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যান। এসময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনিরের জমিতে তারা একটি মুখপোড়ানো, গলাকাটা বিবস্ত্র মধ্যবয়সী পুরুষের মরদেহ দেখতে পান।

তারা আরও জানান, অজ্ঞাত ব্যক্তিটিকে পাশের রাস্তায় গতকাল (মঙ্গলবার) রাতেই হয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। পরবর্তীতে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। তাদের ধারণা, এসময় তাকে বিবস্ত্র করে ওই পোশাক দিয়েই তার মুখ পুড়িয়ে দিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় কৃষক রাজা আলী জানান, বুধবার সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কী যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখি, মধ্যবয়সী একজন অজ্ঞাত মানুষের মুখপোড়ানো ও গলাকাটা বিবস্ত্র লাশ পড়ে আছে। পরবর্তীতে আমি কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষয়টি জানাই।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: আবদুর রব তালুকদার বলেন, উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আমরা তার পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছি। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম লাশের পরিচয় ও অপরাধী শনাক্তের কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow