কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

কুষ্টিয়া সদর উপজেলার পিটিআই সড়কে শনিবার দিবাগত রাত (২২ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শাখা অফিসে কোনো ক্ষতি হয়নি। বিপ্লব দাস না‌মে এক কর্মকর্তা বলেন,আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত বা‌রে‌াটার পর ঘুমি‌য়ে প‌ড়ি। কিছুই টের পাইনি। সকা‌লে উঠে কা‌জে ফি‌ল্ডে চ‌লে যাই। এরপর এক সহকর্মী ফোন ক‌রে জানায় অফি‌সের সাইন‌বো‌র্ডে আগুন দেওয়‌া হ‌য়ে‌ছে। সকালে দেখেন সাইনবোর্ডে পুড়নের চিহ্ন। ব্যাংকের চারতলা ভবনের নিচতলার অফিসের পাশে কয়েকটি বাড়ি রয়েছে, যার মধ্যে কিছু দূরেই অবস্থান করছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়ি। সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে এবং কেউ আগুন দেওয়ার সময় কিছু দেখেননি বলে জানান স্থানীয়রা। কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগু‌নের তেমন কোন আলামত পাওয়‌া যায়‌নি। শুধুমাত্র সাইন‌বো‌র্ডে পোড়া চিহৃ র‌য়ে‌ছে। কেউ কিছুই বল‌তে পা‌রি‌নি। ধারণা কর‌ছি রা‌তে রাস্তায় টায়া‌রে আগুন ‌দেওয়া

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

কুষ্টিয়া সদর উপজেলার পিটিআই সড়কে শনিবার দিবাগত রাত (২২ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শাখা অফিসে কোনো ক্ষতি হয়নি।

বিপ্লব দাস না‌মে এক কর্মকর্তা বলেন,আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত বা‌রে‌াটার পর ঘুমি‌য়ে প‌ড়ি। কিছুই টের পাইনি। সকা‌লে উঠে কা‌জে ফি‌ল্ডে চ‌লে যাই। এরপর এক সহকর্মী ফোন ক‌রে জানায় অফি‌সের সাইন‌বো‌র্ডে আগুন দেওয়‌া হ‌য়ে‌ছে। সকালে দেখেন সাইনবোর্ডে পুড়নের চিহ্ন। ব্যাংকের চারতলা ভবনের নিচতলার অফিসের পাশে কয়েকটি বাড়ি রয়েছে, যার মধ্যে কিছু দূরেই অবস্থান করছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়ি। সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে এবং কেউ আগুন দেওয়ার সময় কিছু দেখেননি বলে জানান স্থানীয়রা।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগু‌নের তেমন কোন আলামত পাওয়‌া যায়‌নি। শুধুমাত্র সাইন‌বো‌র্ডে পোড়া চিহৃ র‌য়ে‌ছে। কেউ কিছুই বল‌তে পা‌রি‌নি। ধারণা কর‌ছি রা‌তে রাস্তায় টায়া‌রে আগুন ‌দেওয়া হ‌য়ে‌ছিল। সেই আগুনের আঁচ সাইন‌বো‌র্ডে লে‌গেছে।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) কুমারখালীর যদুবয়রা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বোতল পেট্রল জব্দ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow