কুষ্টিয়ায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা
কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে এক হামলায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হওয়ায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে এই নিন্দা এবং প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
ঘটনার বিবরণে বলা হয়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে জাসদ নেতা নাসির নব্য বিএনপি সেজে জোরপূর্বক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সরিয়ে দিয়ে নিজের সভাপতি হওয়ার চেষ্টা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নাসিম রেজা মুকুলকে ভয় হুমকি দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয় প্রশাসন বিষয়টির মীমাংসার জন্য উভয়পক্ষের লোকদের নিয়ে উক্ত প্রতিষ্ঠানে একটি বৈঠকের আয়োজন করে।
আগে থেকেই ওত পেতে থাকা নাসির এবং তার সন্ত্রাসী বাহিনী এই বৈঠকে জামায়াতকর্মীদের ওপরে অতর্কিত হামলা চালিয়ে অনেককে গুরুতর আহত এবং যখম করে।
জেলা জামায়াত নেতারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন, সেই সঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।