কুষ্টিয়ায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ
নকশিকাঁথা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ১৬২ বছরের পুরাতন দেশের সর্বপ্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেল ৪টা ৫৬ মিনিটে ট্রেনটি থামানোর পর দাবি পূরণে জেলা প্রশাসক আশ্বাস দিলে ছেড়ে দেওয়া হয় ৬টা ৫০ মিনিটে। ট্রেন ছাড়ার মুহূর্তে আন্দোলনরতরা মাইকে ঘোষণা দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান আশ্বাস দিয়েছেন এখন থেকেই নকশিকাঁথা ট্রেনটি এখানে থামবে। পর্যায়ক্রমে অন্যান্য দাবিও মেনে নেওয়া হবে। দেশের প্রথম দিককার এই রেল স্টেশনের ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ছিল শুক্রবার। এ উপলক্ষে স্টেশন প্রাঙ্গণে আয়োজন