কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে নাঈম প্রামাণিক (১৯) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর এলাকায় অভিযান এ দণ্ড দেওয়া হয়।
ওই যুবক জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের রিয়াজুল প্রামাণিকের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, অভিযানে মাটি ও বালু মহাল ব্যবস্থাপনা আইনে দণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, মহেন্দ্রপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে একজনকে মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরোয়ানামূলে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।
আল-মামুন সাগর/এমএন/এমএস

4 months ago
15









English (US) ·