কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সকালে কুষ্টিয়া মডেল থানা সংলগ্ন কোর্টপাড়া বারো শরীফ দরবারের পাশের একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে দরবারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মোরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আল-মামুন সাগর/এএইচ/এমএস