কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১
কুষ্টিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ০১টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি সহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আতারপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে আটক করেছে বিজিবি। আটককৃত আসামী কুষ্টিয়া দৌলতপুর থানাধীন চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৪)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি সুত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এরঅধিনায়ক এসইউপি, পিএসসি, জি লেঃ কর্নেল রাশেদ কামাল রনির দিকনির্দেশনায় নায়েক সজল কুমার এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল চরচিলমারী বিওপির আতারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আরিফুল ইসলামকে ০১টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি সহ আটক করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছিলো।
কুষ্টিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ০১টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি সহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আতারপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে আটক করেছে বিজিবি।
আটককৃত আসামী কুষ্টিয়া দৌলতপুর থানাধীন চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৪)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সুত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এরঅধিনায়ক এসইউপি, পিএসসি, জি লেঃ কর্নেল রাশেদ কামাল রনির দিকনির্দেশনায় নায়েক সজল কুমার এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল চরচিলমারী বিওপির আতারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আরিফুল ইসলামকে ০১টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি সহ আটক করতে সক্ষম হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছিলো।
What's Your Reaction?