সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড ও জুলাই স্পিরিটের পরিপন্থি কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিপন হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে উপজেলার সব সহযোদ্ধার প্রতি শৃঙ্খলা ও স্পিরিট পরিপন্থি কাজে লিপ্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়।
এর আগে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে ভাতার কার্ড করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে রিপনের বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন অভিযোগের পর রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রিপনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান কালবেলাকে জানান, সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড ও জুলাই স্পিরিট পরিপন্থি কার্যক্রমে যার বিরুদ্ধেই অভিযোগ পাওয়া যাবে, তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।