কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ সুবিধা

3 months ago 9

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দিদের জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা যায়, ৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত মোট তিনদিন বন্দিরা নিজেদের পছন্দ মতো স্বজনদের রান্না করা খাবার গ্রহণ করার সুযোগ পাবেন। খাবার নিয়ে আসা স্বজন ও দর্শনার্থীদের কারা কর্তৃপক্ষ বরণ করছে ফুল দিয়ে। তপ্ত রোদে ক্লান্ত স্বজনদের পান করানো হচ্ছে সুপেয় পানি।

এছাড়া এই তিনদিন একবার বন্দিরা নিজ বাড়িতে মোবাইলে ৫ মিনিট ফ্রি কথা বলার সুযোগ পাচ্ছেন। বাড়তি খাবারের তালিকায় তাদের জন্য রাখা হয়েছে মৌসুমি ফল লিচু ও কাঁঠাল।

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ সুবিধা

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মামুদ জানান, ঈদুল আজহায় আমরা বন্দিদের সর্বোচ্চ মানবিকতা প্রদর্শনের চেষ্টা করছি। তারা বাসায় রান্না করা খাবারসহ মৌসুমি ফল পাচ্ছেন। নিয়মিত দেখতে আসা স্বজন ও দর্শনার্থীদের আমরা ফুল দিয়ে বরণ করছি।

তিনি আরও বলেন, আমরা বাসা থেকে রান্না করা খাবার পরীক্ষা-নিরীক্ষা করেই বন্দিদের খেতে দিচ্ছি। এছাড়া নিয়মিত সিডিউলের বাইরেও এই তিন দিনের যে কোনো একদিন বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করা যাবে। এই কারাগারে বর্তমানে ৩১০ জন বন্দি রয়েছেন।

রোকনুজ্জামান মানু/জেডএইচ/জেআইএম

Read Entire Article