কুড়িগ্রামে ঘন কুয়াশায় বাড়ছে শীতের প্রকোপ
ঘন কুয়াশা ও শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে কুড়িগ্রামে এবং কমছে তাপমাত্রাও। সেই সাথে শুরু হয়েছে হিমেল হাওয়া। বিশেষ করে ১৬টি নদনদী তীরবর্তী মানুষজন উত্তরীয় হিমেল হাওয়ায় অনেক ঠান্ডা অনুভব করছেন। প্রতিদিনই এ জেলার তাপমাত্রা কমছে। শনিবার সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও ঘন কুয়াশায় কুড়িগ্রামে সুর্যের মুখ দেখা যায়নি।গত এক সপ্তাহ আগে থেকেই জেলায় আগাম শীত জেঁকে বসেছে। তবে এতদিন ধরে দিনের বেলা ঘন কুয়াশার দেখা যায়নি।কিন্তু শনিবার ভোরবেলা থেকে শুরু করে দিনের অর্ধ সময় ধরে কুয়াশার মাত্রা বেড়ে যায়। দিনভর কুয়াশা ও আকাশ মেঘে ঢাকা থাকে। ফলে সকাল থেকে ঠান্ডার প্রকোপ অনেকটা বেড়ে যায়। পরে বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডা হালকা