কুড়িগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

1 month ago 26

সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকরা। 

বুধবার (৪ ডিসেম্বর) রাতে দফায় দফায় কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ জেলা সদরের বিভিন্ন মোড়ে তারা ওই প্রতিনিধিকে খোঁজেন এবং প্রাণনাশের হুমকি দেন। 

এ ব্যাপারে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করেছেন সাংবাদিক সুজন মোহন্ত।

এর আগে গত ২ ডিসেম্বর ‘কমিটি বাণিজ্যে তৎপর বিএনপি নেতা খালেক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল।

অভিযোগে সুজন মোহন্ত জানান, ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে বুধবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থক কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান ও জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মহুবর রহমানসহ অজ্ঞাত কয়েকজন কুড়িগ্রাম প্রেস ক্লাব, শহরের ঘোষপাড়ায় চক্ষু হাসপাতালের সামনে এবং কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম কার্যালয়ে তাকে খোঁজেন এবং অশ্লীল ভাষায় গালাগালসহ দেখা পেলে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি সেখানে উপস্থিত সাংবাদিকরা নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, ঘটনাটি কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে অবহিত করলে শহরে পুলিশ টহল জোরদার করেন। বিএনপির ওই নেতাদের প্রাণনাশের হুমকির কারণে সুজন মোহন্ত কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করেন।

উদ্ভূত এ পরিস্থিতিতে বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কল রিসিভ হয়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম কালবেলাকে বলেন, সাংবাদিক সুজন মোহন্তের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Read Entire Article