পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের একদিন পর পাবলিক টয়লেটের ভেতর থেকে নুর হোসেন (৪৫) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটা বেড়াতে যান। বেলা ১১টার দিকে তার বন্ধু কুয়াকাটার ব্যবসায়ী জসিম উদ্দিনের সঙ্গে এক দোকানে চা খেতে বসেন। এসময় তিনি বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেটসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পুলিশকে জানান।
এরমধ্যে শনিবার বিকেলে এক পর্যটক দম্পতি ওই টয়লেটের সামনে গেলে দেখেন অনেক সময় ধরে দরজা বন্ধ। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটে ওই ব্যক্তিকে পরে থাকতে দেখে।
পাবলিক টয়লেটের দায়িত্বে থাকা আ. লতিফ জানান, কুয়াকাটায় রাস মেলা থাকায় অতিরিক্ত লোকজনের চাপ ছিল। আর ওই লোক কখন ভেতরে প্রবেশ করেছে আমরা খেয়াল করতে পারিনি। তার স্বজনরা যখন খুঁজতে আসেন, তখন পুরুষ টয়লেটগুলো দেখা হয়। কিন্তু ওই লোককে নারীদের টয়লেটের ভেতর থেকে উদ্ধার করা হয়।
এ বিষয় কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/জেআইএম