মুলতান টেস্টে অতিরিক্ত কুয়াশার কারণে প্রথম দিনের খেলা শুরু হয় ৪ ঘণ্টা পর। দিনের শেষবেলায়ও আকাশ পরিষ্কার ছিল না।
আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ করে দিতে হয় আগেভাগেই। সবমিলিয়ে খেলা হয়েছে ৪১.৩ ওভার। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শেষ করেছে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান।
প্রকৃতির বাধায় পড়া দিনে আলো ছড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলস। প্রথম দিনে পাকিস্তানের যে ৪ উইকেট পড়েছে, তার ৩টিই নিয়েছেন তিনি।
এক পর্যায়ে তো ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ (১১), মোহাম্মদ হুরাইরা (৬), কামরান গুলামের (৫) মতো বাবর আজমও (৮) হন ব্যর্থ।
সেখান থেকে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ান। দুজনই ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন। শাকিল ৫৬ আর রিজওয়ান ৫১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
এমএমআর/এএসএম