কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

1 week ago 8

যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসব মুখোর আমেজে কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। রোববার (৩০ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে জুমা মসজিদসহ প্রবাসী অধ্যুষিত অঞ্চলে উন্মুক্ত স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

কুয়েত সিটির গ্র্যান্ড মসজিদে দেশটির সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে মসজিদের ১০ হাজার পুরুষ ও ১ হাজার নারীর নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে। 

প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলের ১৮টি মসজিদের বাংলা ঈদের খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। এতে আশপাশের এলাকা থেকে বাংলাদেশিরা অংশ নেন।

এ ছাড়া আবদালি, জাহারা অফরা, হাসাবিয়াতে উন্মুক্ত মাঠে বিভিন্ন দেশের প্রবাসীদের অন্যতম বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার প্রবাসী এ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন।

ঈদ জামায়াত শেষে দেশে প্রবাসীরা পরিবার প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।

Read Entire Article