কুয়েতে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে জিবিবিএর মতবিনিময়

3 weeks ago 8

প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুয়েতে এক মতবিনিময় সভার আয়োজন করেছ গাল্ফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন (জিবিবি)।

শনিবার (১৬ আগস্ট) কুয়েতের ফারওয়ানিয়া এলাকার একটি রেস্তোরাঁয় কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এ সময় সভাপতিত্ব করেন কাতার প্রবাসী ব্যবসায়ী ও জিবিবিএর সভাপতি এম সাইফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক গোলাম মাওলা হাজারী।

কুয়েতে বসবাসরত ব্যবসায়ী নেতা ও সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আব্দুল হাই মামুন, মো. হোসনে মোবারক, মোহাম্মদ সেলিম হাওলাদার, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ এবং মোহাম্মদ কামাল হোসেন।

সভায় আলোচনা করা হয় জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার গুরুত্ব নিয়ে।

গাল্ফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সাইফুল আলম বলেন, এই সংগঠনটি গাল্ফভুক্ত ছয়টি দেশের প্রবাসী ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে।

তিনি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের পণ্য আমদানি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে জিবিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সভা পারস্পরিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক সুযোগ প্রসারে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যবসায়ী সংগঠনের এই নেতা।

সাইফুল আলম জানান, গাল্ফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন জিবিবিএর কুয়েত সমন্বয়কারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আকবর হোসেন।

এছাড়াও অন্যান্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে, আব্দুল হাই মামুন, মো. হোসনে মোবারক, মোহাম্মদ সেলিম হাওলাদার, আ হ জুবেদ ও মো. কামাল হোসেন।

এমআরএম/জিকেএস

Read Entire Article