কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
কুয়েতে প্রবাসীদের ভাষাগত দুর্বলতার কারণে ভিন্ন দেশি ডাক্তারদের বুঝাতে সমস্যা এবং আয়ের চেয়ে চিকিৎসার খরচ ব্যয় বেশি হওয়ায় অবহেলা করে ধীরে ধীরে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন তারা। প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা ও পরামর্শ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং কুয়েত কর্মরত পেশাজীবী বাংলাদেশি ডাক্তার ও নার্সরা এই সেবা প্রদান করেন। স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী চলা এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দেশটির আবদালী, ফাহাহিল, মাতলাসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা ছুটে আসেন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে। দিনব্যাপী ৫ শতাধিকের বেশি প্রবাসী বাংলাদেশি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, ওজন মাপাসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান করা হয়। এদিকে সপ্তাহে না হলে প্রতি মাসে একবার এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান চিকিৎসা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা।
কুয়েতে প্রবাসীদের ভাষাগত দুর্বলতার কারণে ভিন্ন দেশি ডাক্তারদের বুঝাতে সমস্যা এবং আয়ের চেয়ে চিকিৎসার খরচ ব্যয় বেশি হওয়ায় অবহেলা করে ধীরে ধীরে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন তারা। প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা ও পরামর্শ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং কুয়েত কর্মরত পেশাজীবী বাংলাদেশি ডাক্তার ও নার্সরা এই সেবা প্রদান করেন।
স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী চলা এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দেশটির আবদালী, ফাহাহিল, মাতলাসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা ছুটে আসেন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে।
দিনব্যাপী ৫ শতাধিকের বেশি প্রবাসী বাংলাদেশি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, ওজন মাপাসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান করা হয়।
এদিকে সপ্তাহে না হলে প্রতি মাসে একবার এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান চিকিৎসা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা।
What's Your Reaction?