কুয়েতে বিশেষ অভিযানে ৩৯ হাজার ৪৮৭ প্রবাসী গ্রেফতার

কুয়েতে ২০২৫ সালে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ৩৯ হাজার ৪৮৭ জন প্রবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো বেশিরভাগ প্রবাসীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতার প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিশরসহ অন্যান্য দেশের নাগরিকরা রয়েছে। তবে বাংলাদেশের কতজন রয়েছেন তা জানা যায়নি। ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে নারী এবং পুরুষ উভয় রয়েছে। তাদের মধ্যে কেউ পুনরায় নতুন ভিসা নিয়ে কুয়েত প্রবেশ করতে পারবেন না। স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের একটি প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক মালিকানা ভিসায় অন্য মালিকের কাজ করা এবং ফ্রি ভিসার নামে খুঁজে খুঁজে একেক দিন একেক জায়গায় কাজ করা দেশটির শ্রম আইন ও আবাসিক আইনের লঙ্ঘন। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আবাসন আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা বাণিজ্য, অবৈধ ব্যবসায় বাণিজ্য, পতিতাভিত্তিসহ বিভিন্ন ফৌজদারি মামলায় বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাদের গ্রেফতার করা হয়। এমআরএম/এমএস

কুয়েতে বিশেষ অভিযানে ৩৯ হাজার ৪৮৭ প্রবাসী গ্রেফতার

কুয়েতে ২০২৫ সালে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ৩৯ হাজার ৪৮৭ জন প্রবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো বেশিরভাগ প্রবাসীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

গ্রেফতার প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিশরসহ অন্যান্য দেশের নাগরিকরা রয়েছে। তবে বাংলাদেশের কতজন রয়েছেন তা জানা যায়নি।

ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে নারী এবং পুরুষ উভয় রয়েছে। তাদের মধ্যে কেউ পুনরায় নতুন ভিসা নিয়ে কুয়েত প্রবেশ করতে পারবেন না। স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের একটি প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক মালিকানা ভিসায় অন্য মালিকের কাজ করা এবং ফ্রি ভিসার নামে খুঁজে খুঁজে একেক দিন একেক জায়গায় কাজ করা দেশটির শ্রম আইন ও আবাসিক আইনের লঙ্ঘন।

দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আবাসন আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা বাণিজ্য, অবৈধ ব্যবসায় বাণিজ্য, পতিতাভিত্তিসহ বিভিন্ন ফৌজদারি মামলায় বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাদের গ্রেফতার করা হয়।

এমআরএম/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow