কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ বিকেএমইএর

5 months ago 55

ভারতের আরোপিত স্থলবন্দর দিয়ে কিছু পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানিয়েছে দেশের নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

বৃহস্পতিবার (২২ মে) সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত এক চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয়কে এ অনুরোধের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা প্রসঙ্গে সরকারের সঙ্গে আমাদের এবং আমাদের অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে উপস্থিতরা বেশ কিছু জোর সুপারিশ করেছেন, যেনো কমপক্ষে তিন মাসের জন্য নিষেধাজ্ঞার বাস্তবায়ন স্থগিত করার অনুরোধ ভারতকে জানানো হয়। এছাড়া চলমান রপ্তানি আদেশগুলোর জন্য নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চাওয়া যেতে পারে।

স্থলবন্দরগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উল্লেখযোগ্যভাবে পরিবহন খরচ কমায়। গত দশ মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৮০ শতাংশ রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়েছে, যেখানে ১২,৮১১ কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই নিষেধাজ্ঞা বহাল থাকলে ৮,০০০ কোটি টাকার বেশি বাণিজ্য ঝুঁকিতে পড়বে এবং অর্থনৈতিক ক্ষতি হবে।

অনেক রপ্তানিকারকের এলসি খোলা হয়েছে এবং চালান প্রক্রিয়াকরণের অধীনে রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হলে এই চালান বাতিল, আর্থিক ক্ষতি এবং দীর্ঘমেয়াদী সুনামহানির কারণ হবে।

অতএব উপরোক্ত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে অনুরোধ জানাচ্ছি। এছাড়া কমপক্ষে তিন মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য অথবা চলমান রপ্তানি চালানগুলোকে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়ার জন্য ভারত সরকারকে রাজি করাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে।

এনএইচ/জেএইচ

Read Entire Article