খুলনার পাইকগাছার নাছিরপুর খাস খাল অবৈধ দখলদারের কবল থেকে জলমহালটি মুক্ত না হওয়ায় হরিঢালী-কপিলমুনি দুটি ইউনিয়নের সংলগ্ন ২০টি গ্রামের ৫০ হাজার মানুষ কৃত্রিম জলাবদ্ধতার আশঙ্কা করছে এ ভরা বর্ষা মৌসুমে। নেট পাটাতন ও খালের মেইন গেটের পানি সরানো নিয়ে সংশয় রয়েছে ভুক্তভোগী পরিবারগুলি।
জানা যায়, খুলনা জেলার এক সময়কার নৌযান চলাচলের ব্যবহৃত নাছিরপুর নদে অসংখ্য লঞ্চ ষ্টিমার চললেও এখন তা সরকারের... বিস্তারিত